আকাশ দেখো মেঘলা
ঝড় আসছে ঐ,
আম কুঁড়াতে যাবো সবাই
তোমরা সবাই কই।
সবাই মিলে আম কুঁড়াবো
বৈশাখী ঝড়ে,
চলো সবাই আম কুঁড়াতে
থাকবোনা আর ঘরে।
বৈশাখ মাসে আম কুঁড়াতে
অনেক মজা লাগে,
তাইতো আমি আম কুঁড়াতে
যাই সবার আগে।
ঘরের বাহির যেতে মানা
মা বলছে রেগে,
বৈশাখ মাসে আম কুঁড়াতে
আমার সাধ জাগে।