এসো বৃষ্টি দেখি দূরের ফাঁকা মাঠে
কেমন করে বৃষ্টির পানি ছুটছে ঘাটে
পুকুর জলে বৃষ্টির ফোঁটা যাচ্ছে ভিজে
পড়লে জলে বৃষ্টির ফোঁটা দারুণ কী যে!
এসো সবাই বৃষ্টির জলে গোসল করি
কাদা জলে গোসল করে পড়িমরি
উল্লাস করি নৃত্য করি বৃষ্টির জলে
ভালো লাগে এই আমাদের বৃষ্টি হলে।