বৃষ্টির তরে হিংসে
বরাবরই আছে,
এক পশলা পেলেই
প্রাণ জাগে ঘাসে!
বৃষ্টি মানে সৃষ্টি
মরার পরে বাঁচা,
হিংসেতে জ্বলে মরি
মোরেই চলি খোঁচা!
বৃষ্টি হলো কৃষ্টি
নাতিশীতোষ্ণের দেশে,
গল্প ছড়া কবিতা
গুমোট গরম শেষে!
বৃষ্টি আনে স্বস্তি
মানত পুজার পরে,
বোশেখ মাসের
কিংবা জৈষ্ঠের অবসরে!