বর্ষার আগমনে আকাশেতে মেঘ,
বৃষ্টির মাঝে মোর মনেতে আবেগ।
চারদিকে ঝুমঝুম বৃষ্টির মাঝে,
হৃদয়ের মাঝে মোর রংধনু সাজে।
নীল শাড়ি, নীল চুড়ি পরে তুমি আজ,
ভিজবে যে বৃষ্টিতে পাবে নাকো লাজ।
বর্ষার বৃষ্টিতে থৈ থৈ পানি,
তোমা দেখে লাগে মোর হৃদয়ের রানি।
তোমা দেখে এ হৃদয়ে প্রেম-প্রেম জাগে,
তুমি ছাড়া সব কিছু শূন্য যে লাগে।
বর্ষার এ বেলায় তুমি কেন একা?
তোমা নিয়ে আমার এ কবিতাটি লেখা।
প্রিয়তমা তুমি মোর বৃষ্টি বিলাসী,
বলিনি তো তোমা আমি কতো ভালোবাসি।
তুমি হলে মোর কাছে সবচেয়ে দামী,
প্রিয়তমা চলো আজ বৃষ্টিতে নামি।