আঝোর ধারা হঠাৎ বৃষ্টি
এলো আমার সনে
বৃষ্টিতে আজ মন ভিজেছে
মধুর মিষ্টি ক্ষণে।
গানের সাথে মিতালি গড়ে
বৃষ্টির ছন্দে তাল
মনের নৌকো বেজায় খুশি
উড়ছে রঙিন পাল।
বৃষ্টি মুখর শুভক্ষণে
ভিজতে আমি চাই
চুল ভিজিয়ে নেচে গেয়ে
বৃষ্টির ছোঁয়া পাই।
বৃষ্টি আমায় ছুঁয়েছে আজ
বৃষ্টির প্রেমে আমি
আমার কাছে বৃষ্টি বিলাস
সব্বার চেয়ে দামী।
বৃষ্টিতে আজ মন ভিজেছে
টাপুরটুপুর ছন্দে
মন মহুয়া মাতাল হয়ে
নাচছে মহানন্দে।