এখনো বীরাঙ্গনা মায়ের গগনবিদারী আর্তচিৎকার
কান পেতে শুনি উদ্বাস্তু মরা আঙিনায়।
এখনো নির্ঘুম রাতে অশ্রু সিক্ত নয়নে
দাঁড়িয়ে থাকে গৃহবধূ স্বামীর ফিরে আসার অপেক্ষায়।
এখনো সন্তান হারা মায়ের শোকাবহ অনুতাপে
ভিজে যায় বাংলার মাটি শোকার্ত অনলে।
এখনো করুণ মৃত্যুর বিদগ্ধ মনঃসমীক্ষণে
ভেসে যায় গলিত লাশ স্রোতস্বিনীর চলনে।
এখনো বাবা হারা সন্তান গভীর ক্রন্দনে
আগুন মশাল জ্বালে বিদ্রোহের অভিপ্রায়।
এখনো কিশোরী মেয়ের চঞ্চলতা ঘিরে
নগ্ন নৃত্যের উৎপীড়নে রহস্যের জন্ম হয়।
এখনো মাওবাদী নেতার ভয়ানক আগ্রাসনে
গুমরে কাঁদে অবিরাম বীরাঙ্গনার আত্মা।
এখনো যুদ্ধাপরাধী বাংলার বুক জুড়ে
ঘুরে বেড়ায় দাপটে কীটপতঙ্গের সত্ত্বা।