অরন্যের হৃদপিণ্ড তৈরি মানুষের নিঃসৃত কার্বনডাইঅক্সাইড দিয়ে।
অরন্য কি বলে জানেন জানেন ?
বলে, অট্রালিকার মানুষগুলো প্রান হীন
লাশগুলো জমাটবদ্ধ হবে
যখন অরন্য হবে বিলীন ।
আমরা অক্সিজেনের মূল্য বৃদ্ধির উপলব্ধি করি
সাদা আর লাল দাগওয়ালা করিডরে,
আমরা অক্সিজেন অপচয় করি
সময়ের হিসাব কষে রাখি দেওয়াল ঘরে।
কিন্তু আমার কি জানি?
অরন্যের প্রয়োজন জীবিতদের আত্মা
অরন্যের প্রয়োজন নির্জনতা।
অরন্যের অপ্রয়োজনীয় কাজ
শিকরের বন্ধন আর প্রক্সিমাইড।
আমাদের পুর্বপুরুষের করব লুকিয়ে আছে অরন্য আর শিকরের কাছাকাছি।
অরন্যের অপ্রয়োজনীয় খাদ্য
নির্গত কার্বনডাইঅক্সাইড
তবুও এর বিপরীতে আমরা টিকে আছি।