বিদ্যুৎ এখন সোনার হরিণ
দুঃখ ব্যথা যথা,
ফেরিওয়ালা মহিলার
যায় না শোনা কথা।
ঘরে গিয়ে স্বস্তি পাই না
আর ঘুরে না পাখা,
স্তব্ধ যেন সোনার বাংলা
কলকারখানার চাকা।
অসহ্য এই উষ্ণতাতে
প্রাণ করে হাঁসফাঁস,
কয়লা খনির বকেয়া বিল
করলো বুঝি নাশ।
যাদের ঘরে সোলারপ্যানেল
হয়তো থাকে সুখে,
তালের পাখা হাতে নিয়ে
গরিব কাঁদে দুখে।
আর কতোদিন থাকবে এমন
বিদ্যুৎ বিপর্যয়?
বিদ্যুৎবিহীন জীবন যেন
অন্ধকারে রয়।