ডিসেম্বরের ষোলো তারিখ
আমার বাংলাদেশে,
ফুল ফসল মাঠ পাখির গানে
বিজয় ওঠে হেসে।
ছাত্র-শিক্ষক আম-জনতা
নেতা-নেত্রী পাশে,
বিজয় রেলি নিয়ে সবাই
স্মৃতিসৌধে আসে।
লাখো শহিদ গাজীর তরে
দেয়রে ফুলের মালা,
ভাই হারানোর শোকে সবার
বাড়ে বুকের জ্বালা।
লক্ষ জীবন দিয়ে যারা
দেশটা দিছে কিনি,
তাদের কাছে আমরা সবাই
চিরদিনি ঋণ’ই।
সালাম জানাই হাজার কোটি
তাদের রুহের তরে,
শান্তি সুখে থাকুক সবাই
জান্নাতের’ই ঘরে।
দেশটাকে ভাই ভালোবাসি
আমরা চিরদিন,
ধরায় অমর অটুট থাকুক
দেশটা ভাই স্বাধীন।