ত্রিশ লাখ মানুষের রক্তের বিনিময়ে
পেয়েছি আমরা জয়,
পথে ঘাটে এগিয়ে যেতে’ই পায় নাই
করেনি কখনোই ভয়।
নয়টি মাস যুদ্ধ করে’ই রক্ত ঝরিয়ে
আনলো ফিরে ভাষা,
রক্ত ঝরিয়ে মুক্তিসেনা পূর্ণ করলো
মায়ের মনের আশা।
বাংলার মায়ের নির্ভিক সৈনিকরা
উড়িয়ে দিল পতাকা,
ভাষার জন্য জীবন করে বিসর্জন
নেই সকলের দ্বিধা।
নিজ দেশের মাটি মানুষকে আমরা
শ্রদ্ধা করবো বেশি,
সবাইমিলে একসাথে সোনার মতো
দেশকে ভালোবাসি।