• আজ- শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন
Logo

বাবা তুমি যে মনের কাবা

রেজা কারিম / ২৮৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৯ জুন, ২০২৩

add 1
  • রেজা কারিম

পুরনো শার্ট জীর্ণ লুঙ্গি দাগে ভরা পাঞ্জাবি
ছেঁড়া স্যান্ডেলে অনেক সেলাই তবু তার নেই দাবি
ঈদুল ফিতরে সবার ভিতরে নতুন জামার স্বাদ
পুরনো পোষাকে কত সুখ রাখে মনে তার আহলাদ
সবার যখন কত্তো চাওয়া তার না চাওয়া ভান
কখনো বুঝি না কখনো খুঁজি না করি নাতো আহবান
গোশতের মাঝে আলু আর ঝোল তার নাকি প্রিয় খুব
আমার পাতেই গোস্ত বেছে দেন তিনি দেন ঝোলে ডুব
সকাল বেলায় কাজে বের হন বিকালে ফিরেন ঘরে
রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে কখনো ভোগেন জ্বরে
কত কাজ তার অফিসে অফিসে আদালতে আর পথে
নিজকে বিলিয়ে সচল রাখেন আমাদের কোনো মতে
আমাদের নিয়ে স্বপ্ন দেখেন আঁকেন কত না ছবি
পিতার খুশিতে প্রভু খুশি হন বলেতো গেছেন নবি
সন্তান যেন থাকে খুব সুখে নিজ সুখ দেন বলী
এমনি করেই অগণিত বাবা ফোঁটান গোলাপ কলি
যখন যা চাই সবকিছু পাই সামর্থ্য অনুযায়ী
হাসিমুখে তিনি চেষ্টা করেন হন নাতো ধরাশায়ী
এমনটা শুধু বাবারাই পারে শত দুখে হাসিমুখ
মানিব্যাগ খুলে দেখেছি অনেক দেখেছি কি তার বুক
তার চোখে কত বৃষ্টি জমেছে বুকে কত মেঘ জমা
জীবনের কত অপরাধ তিনি হেসে করে দেন ক্ষমা
সেই বাবা কেন বৃদ্ধাশ্রমে অসুখে কাটায় দিন
সারা জীবনের সাধনা তাহার কেন আজ হয় লীন
এসো তার পায়ে হাত রেখে বলি তোমার তুলনা তুমি
তোমার বুকের উদার জমিন আমার আলোক ভূমি
তোমাকে অনেক ভালোবাসি বাবা তুমি যে মনের কাবা
তুমি জীবন্ত আগ্নেয়গিরি রক্তরবির আভা।

add 1


আপনার মতামত লিখুন :

One response to “বাবা তুমি যে মনের কাবা”

  1. রেজা কারিম says:

    Tnx a lot for publishing this poem on your magazine. Hope all readers will like this.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ

আজকের দিন-তারিখ

  • শনিবার (সকাল ১১:৫৫)
  • ২৭ জুলাই, ২০২৪
  • ২০ মহর্‌রম, ১৪৪৬
  • ১২ শ্রাবণ, ১৪৩১ (বর্ষাকাল)
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT