আমার সমগ্র অস্তিত্ব জুড়ে
একটাই ধ্বণি প্রতিধ্বনিত হয়
বাবা, তুমি কই!
আমার হৃদয়ের আঙিনায়
একটাই ধ্বনি সুরভি বিলায়
বাবা, তুমি কই!
ঝর্ণার মতো গতিময়
নুপুরের মতো ছন্দময়
মেঘের মতো উদাসিন সেই ধ্বনি
বাবা, তুমি কই!
আকাশ ভরা জ্যোৎস্নার সাথে
ধরনীর মিতালি যেমন
তেমনি ওই একটাই ধ্বণি
সুধা ঢালে নিশিদিন প্রতিদিন
আমার ক্লান্তিময় তৃষিত হৃদয়ে।