গাঁয়ের বধূ স্বামীর সাথে
যাবে বাপের বাড়ি,
খুশিতে মন আত্মহারায়
সাথে মিষ্টির হাড়ি।
পড়েছে বধূ স্বামীর নিয়ে
আসা লাল শাড়ি,
লাল শাড়ি পড়ে বধূজনে
লাগছে বেশ ভারি।
শ্যামলা গাঁয়ের মাঠ ঘাট
গেলাম সবে ছাড়ি,
পথের ধারে খেজুর গাছ
আছে সারি সারি।
শাড়ি পড়ে গাঁয়ে বধূকে
দেখায় সুন্দর নারী,
গানের সভার পাশে বাড়ি
হয় গান জারি সারি।