বাজার তো নয় যে বর্তমান
আগুনের ফুলকি,
বাজারের কথা যেন শুনলে
মনে আসে হুমকি।
বাজার করতে মানুষ এখন
পায় যে খুবই ভয়,
অধিক দামের সদাইপাতির
করছে যে নয় ছয়।
গরীব দুখীর হিসাব নিকাশ
খুবই কষ্টের হয়,
দুমুঠো খাবার মুখের মাঝে
জোটে এক বেলায়,
শ্রম ছাড়াই জোটে না নাহি
কখনো মুখে ভাত,
চিন্তা ভাবনা র মাঝে কাটে
বিশাল একটি রাত।
আগের মতোই ন্যায্য দামে
ফিরে আসুক বাজার,
গরীব দুঃখী একসাথে সবে
জুটুক মুখে আহার।