• আজ- শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০১:০৭ অপরাহ্ন

বাংলাদেশের মত দেশ

ফারুক আহম্মেদ জীবন / ২৩৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

add 1
  • ফারুক আহম্মেদ জীবন

আমার, বাংলাদেশের মত দেশ আর
কোথায় পাবি বল….?
তোরা কোথায় পাবি বল…?
দ্যাখ, অরণ্য জুড়ে সবুজ শ্যামল বৃক্ষ,
মাঠ ভরে রয় মিষ্টি ইক্ষু।
আরো, বারোটি মাসের ছয় ঋতুতে
নানান রকম ফুল ফল,
তোদের, প্রাণ ভরে যাবে দেখে বাংলার
পাহাড়ি ঝর্ণার ঢল..।

যখন, আষাঢ় শ্রাবন বরষা কালে
খাল বিল সব ভরে জলে….
থৈথৈ..সে..খাল বিলের জল, কি চমৎকার….
এমন রুপ কোথাও কি দেখতে পাবি আর..?
গাঁয়ে, মাঠের পর মাঠ মটরশুঁটি,
ঝিলের জলে কই, টেংরা, পুঁটি।
সে সব, দেখতে মনে সাধ জাগিলে
তোরা, আয় বেঁধে দলবল…
আয় বেঁধে দলবল…।

আমার,গাঁয়ের মাঠে যব ভুট্টা ফলে
মিষ্টি আলু হয় মাটির তলে….
মাঠ জুড়ে ধান ছুলা মসুরি আইরেতে ভরা….
এমন সোনার দেশ আর কোথায় পাবি তোরা?
শীতের, মিষ্টি রসের পায়েস পিঠে,
খেজুর গুড়ের নারকেল শিটে।
ভাপা পুলি খেলে যে রসে ভরে গাল
কি যে, লাল শাপলা শালু শুভা বাড়ায়
গাঁয়ের ঝিলের জল…।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ