নীল বসন্তের পবনে,
অলি ওড়ে রঙনে।
পুষ্প ফোঁটে কাননে,
কত বিহঙ্গ গায় ডালে।
ছোট-বড় পাদপের গায়ে,
কঁচি পাতার ছোয়া লাগে।
সবুজে সজীব হয়ে ওঠে,
মোদের বসুন্ধারাতে।
মানুষের প্রাণে বেজে ওঠে মিলনের সুরে_
আত্মহারা ককিলের গানে।
বিহঙ্গের ডাকে রং বদলে_
দুঃখ গ্লানি মুছে যায় মুহুর্তে।
ক্ষণে ক্ষণে সুগন্ধ আসে,
পুষ্প উদ্যান অনিলে ভেসে।
মন মুগ্ধ হয় সমীরণের ভাটিতে,
যেথায় সেথায় ভাসতে থাকে।