• আজ- রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৫:১০ অপরাহ্ন

বন্ধু না থাকার জন্যে

লেখক : / ২৩৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
নীল আকাশে বুড়ী
নীল আকাশে বুড়ী

add 1
  • বরুণ দাশ

স্কুলে যারা বন্ধু ছিল-
কলেজে পড়তে গিয়ে তারা হারিয়ে যায়।
তারপর বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে, হারিয়ে যায়
কলেজের বন্ধুরা।
তারা চাকরি পেয়ে, বিয়ে করে নিরুদৃষ্ট হয়।
অত:পর আরও শিক্ষার জন্য ভিন্নরাজ্যে পড়তে
গেলে, হারিয়ে যায় বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা।
এখন আমি নিদারুণ একা-
এবং বন্ধু নেই বলে, স্বরচিত লেখা শোনাতে পারিনা, অশ্রুত পড়ে থাকে।
বন্ধু নেই বলে বেড়াতে যেতে পারি না,
ভিডিও বানাতে পারিনা,
ডিজিট্যাল ডিভাইস শিখতে পারিনা,
সভা সমিতিতে বক্তব্য রাখতে পারিনা,
ডাক্তারের কাছে যেতে পারি না।
অথচ আমি বৃদ্ধ নই,
আমার আবেগ বিবেক
সবই আছে, কেবল উপকারী বন্ধু নেই।
একারণেই সেভাবে বিখ্যাত হতে পারছি না।
বন্ধুহীনতার কারণে ক্রমশ: জটিল ও কঠিন
হচ্ছে বর্তমান জীবন যাপন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ