• আজ- মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন

প্রিয় দেশ

মো. তাইফুর রহমান / ১৭৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১ মে, ২০২৩

add 1

মন ছুটে যায় ফুলের বাগে
মনে সুখের ছোঁয়া লাগে
গাছে গাছে কী চমৎকার!
ডাকে কত পাখি ।

প্রজাপতি দারুণ নাচে
কৃষক ভাই যে মাঠে আছে
বাংলা মায়ের রূপ দেখে ভাই
জুড়ায় আমার আঁখি ।

জেলে ভাই যে নদীর বুকে
মাছ ধরে খুব মনের সুখে
সোনার ফসল কাটে চাষি
দেখতে ভালোবাসি ।

জন্ম আমার এমন দেশে
চলি আমি বীরের বেশে
খুশির জোয়ার সবার প্রাণে
মুখে সুখের হাসি ।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ