রাতের পরে দিন যে আসে
প্রভুর অশেষ সৃষ্টি,
জ্ঞাণীর জন্যে রয় নিদর্শন
রোদের পরে বৃষ্টি।
প্রভাত হলে মিষ্টি হাওয়া
পায় সকলে মিলে,
শীতল বাতাস উষ্ণ দেহে
জুড়ায় আঁখি দ্বিলে।
সকালের রোদ প্রকৃতিতে
আলো জ্বলে ভবের,
দূর হয় সকল মানব ব্যাধি
প্রতিষেধক রবের।
আকাশ-পাতাল বৃক্ষরাজি
সজ্জিত হয় ভোরে,
প্রভাত বেলায় পাখির গানে
থাকে প্রভুর ডোরে।
কলম বানাই জমিনের গাছ
লিখে প্রভুর শাণে,
গগন খাতায় শেষ হবে না
যতই গাহি গানে।