• আজ- বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৩:১৫ অপরাহ্ন

‌ প্রথম প্রেম

লেখক : / ৩২৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

add 1
  • সাগর দেবনাথ

প্রিয়,
আশাশুনি মঠে যেদিন তোমায় দেখেছি প্রথমবার; সেদিন থেকেই ওগো প্রিয় তুমি আমার, শুধুই আমার।

যেদিন প্রথম দেখেছি তোমার অধরমিষ্টি হাসি; সেদিন থেকেই ওগো প্রিয় শুধু তোমায় ভালোবাসি।

যেদিন প্রথম দেখেছি তোমার আকাশনীলা ওই অক্ষি; সেদিন থেকেই তুমি কারো‌ নও,
শুধু আমার পরাণপক্ষী।

যেদিন প্রথম পড়েছে মোর অক্ষি তোমার ওই আলগা চুলে; সেদিন থেকেই আমার এ হৃদয় ছুটেছে তোমার অনুকূলে।

প্রিয়,
যেদিন প্রথম পড়েছে মোর নিলয়ে তোমার চন্দ্ররঙা বরণ; সেদিনই ভেবেছি রাখিবো যতনে প্রিয় তোমায় আমরণ।

যেদিন প্রথম দেখেছি তোমার রঙ্গাবির মাখা মুখ; সেদিনই বুঝেছি নহে কোনো নন্দনে প্রিয়, শুধু তোমাতেই মোর স্বর্গসুখ।

যেদিন প্রথম দেখেছি তোমার নীলাভ চোখের কাজল; সেদিন থেকেই হয়েছি আমি প্রিয় তোমাপ্রণয়ে পাগল।

যেদিন প্রথম দেখেছি তোমার ললাট রক্তিম পদ্ম; সেদিন থেকেই এ-মন হয়েছে আমার অশান্ত অবাধ্য।

যেদিন প্রথম দেখেছি তোমার কর্ণে ঝুলিছে দুল; সেদিন থেকেই হয়েছি প্রিয় তোমাস্বপ্নতে আমি মশগুল।

প্রিয়,
যেদিন প্রথম দেখেছি তোমার পাণিতে রেশমি চুড়ি; সেদিনই ছুটেছি তোমা–পানে প্রিয় বাকি সব সুখ ছাড়ি।

যেদিন প্রথম দেখেছি‌‌‌ তোমার পরনবর্ণীল‌
শাড়ি; সেদিন থেকেই প্রিয় তুমি মোর দিবানৈশ স্বপন পরী।

যেদিন প্রথম চলার পথে হয়েছি তোমার সাথী; সেদিন থেকেই বাড়িয়াছে প্রীতি লক্ষগুণ তোমাপ্রতি।

ওহে মোর প্রথমা- অন্তিম প্রিয় রাই(রাধা),
আজীবন এভাবে সদা অভিনবে যেন তোমারে দেখিতে পাই !

ওহে মোর প্রিয় রাই, ভালোবাসি তোমায়, শুধুই ভালোবাসি তোমায়….।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার (বিকাল ৩:১৫)
  • ৭ নভেম্বর, ২০২৪
  • ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৬
  • ২২ কার্তিক, ১৪৩১ (হেমন্তকাল)
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT