আজ বিকেলের ট্রেনেই
তোমার মুখটি দেখলাম,
তুমি বসে ছিলে জানালার পাশে
বাম হাতটি আলতো গালে চেপে।
মৃদু বায়ে উড়ে চলছিল তোমার এলোকেশ,
মাঝে মধ্যেই আবার চোখের পলক পড়ছে।
দেখে চলছিলে স্টেশনের
ভীর সরিয়ে যাত্রীর উঠানামা।
আমি ঠিক চা- স্টলের সামনে
ফাঁকা বেঞ্চে বসে চায়ের কাপে-
চুমুক দিতেই! হঠাৎ নজর পরে তোমার দিকে,
আনমনে তাকিয়ে রই একধ্যানে তোমার পানে।
প্রথম চুমুকের পর আর চা পান করা হয়নাই,
কখন যে চা ঠান্ডা হয়ে গেছে,
বুঝেই উঠতে পারি নাই।
আর কখন যে ট্রেনটি স্টেশন ত্যাগ করেছে,
তাও বুঝতে পারি নাই!
অবশেষে আঁধার নেমে আসে চারপাশ
তাকিয়ে দেখি কেউ নেই।
লাইনের উপর কয়েকটি কুকুর ঘেউ ঘেউ করছে, চোখের পাতাগুলো তাকিয়ে থাকতেও চাচ্ছে না।
কেন জানি ক্লান্তিরা এসে
চোখের পাতায় ভর করছে?
আমি গুটিগুটি হাঁটছি সিগারেট টানছি;আর
অহেতুক বেসুরে গলায় কোন গানটি যেন গাইছি!
আমি একা স্টেশনে বসে আছি বেঞ্চে!
ঝি ঝি পোকার মতোই
অন্ধকারে ফিরি পথিক বেশে!