ভাগ্যের বাঁকানো পথে বিভ্রান্ত ঘুরে ফিরি
নিয়তির অজানা রহস্য চেপে ধরে ভীষণ!
উদ্দেশ্যহীন যাত্রা করেছি নির্দিষ্ট গন্তব্যহীন
অসীম রহস্যের সাথে করি নিত্য আলিঙ্গন!!
অজানা রাজ্যে অপ্রত্যাশিত অনুসন্ধানে রত
হৃদয়ের স্টেডিয়ামে আবেগ করি বিনিয়োগ!
জীবনের মানচিত্রে গোপন অনুভুতির নামকরণ
প্রাপ্তি মানে শুধু যোগ না অনেকটাও বিয়োগ!!
নদীর স্রোতে তুমি ভাঙার শব্দ শুনে ভীত
আমি ভাঙনে দেখি নতুন আবিষ্কারের স্বপন!
অপ্রত্যাশিত গন্তব্যযাত্রার এই ক্ষুদ্র জীবনে
পাবোনা জেনেও করেছি আশার বীজ বপন!!
এইসব চৈত্রের অনিশ্চিত রাতের নিস্তব্ধতায়
গ্রীষ্ম বর্ষা ও শীতের ত্রিভুজ প্রেমের হাতছানি!
পর্বত ও উপত্যকা অতিক্রম করে খুঁজে ফিরি
আবেগের গোলকধাঁধায় অপহৃত হ্রদয়খানি!!