মিছেই ভালো নামটি খোঁজা নাম দিয়ে কি হয়?
ভাগ্যটাটাই ভাই বড় কথা নাম তো কিছুই নয়!
গরিবুল্লাহ টাকার পাহাড় দেখছি দুনিয়ায়
ঈমান আলীর ঈমানটাকেই খুঁজে পাওয়া দায়!
নামটি রাজা ভিক্ষা করে লোকের দ্বারে দ্বারে!
বাদশাহ মিয়ার ভাত জুটে না থাকে অনাহারে।
হীরা মানিক পকেট মারে পথে পথে ঘুরে,
সোনা মিয়ার খাঁদটা যেন সারা দেহ জুড়ে!
মিথ্যা নিয়েই সত্য বাবুর নিত্য বসবাস,
নাসটা দয়াল তবু পরের আহার করে গ্রাস!
পায় না আদর একটু সোহাগ স্নেহ ভালোবাসা,
তবুও নাম সোহাগী তাঁর আশার নেইতো আশা!
কন্যার নাম সুকন্যা ওর চরিত্রতে দোষ,
দীশাহারা দীশা মণির চলনে নাই হুঁশ!
শান্ত ভীষণ অশান্ত যে প্রলয় আর ধীর,
চিত্তরঞ্জন বাবুর কথায় চিত্তে ধরে চিঁড়!
মধুর মুখে নেই তো মধু চিনির বেজায় ঝাল,
ময়না বাণুর গলার ধারে যায় যে কেঁটে তাল!
আনন্দ তাঁর নেই আনন্দ মায়া রাণীর মায়া,
নিত্য পোড়ায় আগুনে বুক নামটি তবু ছায়া!