নতুন বছর দিচ্ছে উঁকি
কয়েকটি দিন বাকি,
জীবন খাতায় চেয়ে দেখি
মিছে সবই ফাঁকি।
রং তামাশায় বছর শেষে
দেখি হিসাব খুলে,
ভব লীলায় মত্ত নেশায়
দিনগুলো রয় ভুলে।
একটি বছর গেলো চলে
পূণ্যের বদলে পাপে,
হেলায় সময় নষ্ট করে
ভুগছি সেইতো তাপে!
পুরাতন দিন যতো ভুলে
গিয়েছি পার করে,
চাতক হয়ে তোমার পানে
আছি প্রভুর তরে।
নতুন বছর তোমার পথে
চলবো সবাই মিলে,
ক্ষমা করে দিও মোদের
নতুন আশা দিলে।