হায়রে সাধের কাঁচামরিচ
তর যে এতো গুণ,
তরে ছাড়া দিন চলে না
দাম বেড়েছে চারগুণ।
নেট দুনিয়া ভাইরাল তুই
দেখে আসে কান্না,
সব তরকারিতে তরে ছাড়া
ক্যামনে করি রান্না।
চাল বেড়েছে ডাল বেড়েছে
বেড়েছে লবনের দাম,
শাকসবজী আকাশ ছোঁয়া
এখন মরিচের নাম।
পেঁয়াজ রসুন সবই লাগে
আরো লাগে আদা,
সিন্ডিকেটে দেশটা খাইছে
শুনে রাখো দাদা।
দ্রব্যমূল্যের বাজার দেখে
গায়ে ওঠে জ্বালা,
পকেটে নাই টাকা মামা
হয় যে মুখ কালা।