আমি খুঁজেছি ফুল
বকুল, আর লাল টুকটুকে গোলাপ।
কিন্তু পেয়েছি ভুল আর ভুল
তাই তো গুনতে হচ্ছে তার মাশুল।
মানুষ চায় এক
পায় আর এক,
তপ্ত হয়ে গেছে দু:খ ব্যাথা।
জীবনটা হয়ে গেছে ধূপ জ্বালানি ধোঁয়া।
হৃদয়ে যদি কারো জন্য হাহাকার না জাগে!
তবে তাকে কেমন ভালোবাসা বলে!
প্রিয় তুমি যদি ইচ্ছে করে খারাপ রথে চড়ো,
তাহলে আমি ও যে যাবো হারিয়ে মেঘের তলে।
গান হয়ে এসো তুমি আমার ভুবন জুড়ে।
আমি গান খুব ভালোবাসি।
এই দু্খ: বিলাসীর বিষন্ন মনে
এখন ও ঐ দিগন্তের ওপার থেকে,
কানে বিরহ গানের সুর ভেসে আসে।
আজ ও চোখের জলে বুক ভাসে
মনের ব্যাথা গুলো উদাসীন হয়ে
অগ্নিদর্প হয়ে জ্বলে অন্দর মন্দিরে ।
ধোঁয়াশায় মিলিয়ে যায় দেহ মন
তবু নিভাতে পারিনা দু:খের অনল।
তারপরও নির্ভুল তুলির আঁচড়ে এঁকে যাবো তোমার আল্পনা।
দিবা নিশি তোমায় নিয়ে করে যাবো কল্পনা।
চাই না কাছে তোমায়!
থাক তুমি দূর অজানায়।