কষ্টে আছি ভীষণ, ব্যথায় প্রাণ যায়
সাদা রঙের ব্যাণ্ডেজ করা আমার সারা পায়।
হোণ্ডা থেকে পড়ে গিয়ে ব্যথা লেগেছে খুব
ঘরের মধ্যে শুয়ে শুয়ে আছি খুবই চুপ।
বলল ডাক্তার ঠ্যাং ভেঙ্গেছে দুঃখে ভরা মন
ব্যাণ্ডেজ নিয়ে এই গরমে থাকবো কতক্ষণ।
থাকতে হবে শুয়ে শুয়ে একটি পূর্ণ মাস
হতেও পারে এর ও বেশী মাথায় ফাঁটায় বাঁশ।