কি যে জ্বালা আমার এ বুকে
তা-আমি ছাড়া জানে নাতো কেউ
আমার, এই বুকে বয়ে চলে…
নিদারুণ কি যে দু:খের ঢেউ,
তা-আমি ছাড়া জানে নাতো কেউ…
জানে নাতো কেউ।
জানতো কেবল আমার সখী
মুখ লুকায় যার কাঁদতাম বুকি।
শত দু:খে থাকলেও আমি…
যে, দু:খ ভুলাই আমার মুখে
ফুটাই তুলতো সুখের হাসি…
আমায়, দু:খ সাগরে ভাসাই আজ
চলে গেলো সে-ও।
কষ্ট বুঝার মতন কেউ আর
আজ তো, নেই আমার পাশে,
আমার মনের ব্যাথা লাঘব হবে
যার ভালোবাসার একটু সুখ পরশে।
এমন হবে জীবন আমার কখনো তা
আমি, ভাবিনি আদৌ।