• আজ- শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন
Logo

দু:খী জননী

সাদিক আহমদ সিয়াম / ১৭৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
সাদিক আহমদ সিয়াম
দুঃখী জননী

add 1
  • সাদিক আহমদ সিয়াম

খোকা, যাচ্ছিস কোথা?
তুর সাথে ছিলো এক কান কথা;
ঔষধখানি শেষের পথে,
নিয়ে আসিস ফেরার পথে।

বুক জুঁড়ে থাকা জননীর সন্তান
দিলো মাকে বিষে ভরা বাঁণ;
বলে উঠলো,
বিরক্ত করো নাকো মা আর
খরচ নাকি বেঁড়েছে দ্বিগুণ তার!

যাচ্ছে সে আজ রেস্টুরেন্টে
এনিভার্সারি পালিত হবে দুপুরের লান্ঞিয়নে;
অশ্রুমাখা চক্ষুতে ভাবিতে লাগিলো
তাকে না দেখিয়েছিলাম এ ধরার আলো?

জননীর সন্তান ঘরে এলো।
ঢুকতেই জননীকে বলে-
তুমি পৃথক থাকাই ভালো;
জড়িয়ে খোকার বুক,
বলে জননী,
কেনো দিচ্ছিস এতো দুখ?

দন্ডিত জননী ঔষধ চাওয়ার কর্মে
স্হান তাহার আজ বৃদ্ধাশ্রমে;
জননীর খোকা কি ভুলেই গেলো?
নির্ঘুমে মায়ের কাঁটানো রাত্রিগুলো।

আজও জননী বৃদ্ধাশ্রমে
জানালার ধরে থাকে খোকার পাণে;
মা বলে ডাকে না কেউ তাঁকে
ভয়ে আর খোকা বুকে জড়ায় না মাকে।

ভোলেনি জননী ১০ মাস ১০ দিনের কথা;
খোকার একদিন পড়বে মনে
এই দুঃখী জননীর ব্যাথা।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ

আজকের দিন-তারিখ

  • শনিবার (সকাল ১১:৫৩)
  • ২৭ জুলাই, ২০২৪
  • ২০ মহর্‌রম, ১৪৪৬
  • ১২ শ্রাবণ, ১৪৩১ (বর্ষাকাল)
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT