ছোটোখাটো চাকরি করে
মাইনে অল্প পাই
হাজার টাকায় ইলিশ কিনে
কেমন করে খাই?
মুচকি হেসে পাঙ্গাশ বলে
আমার কাছে আয়
আমার মতো সস্তা মাছ আর
এই বাজারে নাই।
গরুর গোসত কিনছি কবে
ভুলে গেছি ভাই
গরুর আমিষ ডালে খুঁজি
উপায় যে আর নাই।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
কেমনে যে সামলাই!
সপ্তাহে নয় মাসে এখন
মুরগি কিনে খাই।
ফলের দামও অস্বাভাবিক
কী বলিব ভাই!
চানাচুর আর বিস্কুট নিয়ে
রোগী দেখতে যাই।
দামের ঘোড়া ছুটতে জানে
থামতে জানে না
ইচ্ছে হলেই মূল্য বাড়ায়
নিয়ম মানে না।
দামের ঘোড়া বলছি তোকে
একটু দয়া কর
নইলে তোকে বলবে সবে
ভীষণ স্বার্থপর।
আমার সোনার বাংলাদেশে
এ কী হলো হায়
ক’দিন পরপর দাম বেড়ে যায়
দেখার কেউ কী নাই?