• আজ- সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০২:০৩ অপরাহ্ন

তোমার জন্য

রিয়াজ মাহমুদ রাতুল / ১৮৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

add 1
  • রিয়াজ মাহমুদ রাতুল

তোমার জন্য রাতের শেষে
আলোর রবি উঠে হেসে।
তোমার জন্য ফুল বাগিচায়-
ফুটে হাজার ফুল।
তোমার জন্যই পূর্ণিমা চাঁদ
এত্ত বেশি গোল।

তোমার জন্য জোনাক জ্বলে
থোকায়থোকায় কাঁঠালতলে।
তোমার জন্য ঝিঁঝিঁপোকা-
নানান সুরে ডাকে।
তোমার জন্যই শিল্পী এ মন
হাজার ছবি আঁকে।

তোমার জন্য কালো খামে
দিনের শেষে রাত্রি নামে।
তোমার জন্য স্বপ্নগুলো-
ঘুমের দেশে আসে।
তোমার জন্যই ফুল পাখিরা
ফুলের হাসি হাসে।

তোমার জন্য ভোরের পাখি
খুব করে যায় ডাকাডাকি।
তোমার জন্য দুপুরবেলা-
প্রজাপতি উড়ে।
তোমার জন্যই এই পৃথিবী
কক্ষপথে ঘোরে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ

আজকের দিন-তারিখ

  • সোমবার (দুপুর ২:০৩)
  • ৭ অক্টোবর, ২০২৪
  • ৩ রবিউস সানি, ১৪৪৬
  • ২২ আশ্বিন, ১৪৩১ (শরৎকাল)
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT