তোমার জন্য রাতের শেষে
আলোর রবি উঠে হেসে।
তোমার জন্য ফুল বাগিচায়-
ফুটে হাজার ফুল।
তোমার জন্যই পূর্ণিমা চাঁদ
এত্ত বেশি গোল।
তোমার জন্য জোনাক জ্বলে
থোকায়থোকায় কাঁঠালতলে।
তোমার জন্য ঝিঁঝিঁপোকা-
নানান সুরে ডাকে।
তোমার জন্যই শিল্পী এ মন
হাজার ছবি আঁকে।
তোমার জন্য কালো খামে
দিনের শেষে রাত্রি নামে।
তোমার জন্য স্বপ্নগুলো-
ঘুমের দেশে আসে।
তোমার জন্যই ফুল পাখিরা
ফুলের হাসি হাসে।
তোমার জন্য ভোরের পাখি
খুব করে যায় ডাকাডাকি।
তোমার জন্য দুপুরবেলা-
প্রজাপতি উড়ে।
তোমার জন্যই এই পৃথিবী
কক্ষপথে ঘোরে।