• আজ- শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ন
Logo

তেল মারো

রিয়াজ মাহমুদ রাতুল / ৯৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৯ মে, ২০২৩

add 1

তেলের বাজার বেজায় চড়া,
বসের মেজাজ ভীষণ কড়া।
সবকিছুকে করতে হাসিল-
ইচ্ছেমতন তেল মারো।
তেল মারো ভাই, তেল মারো
নয়তো বরং পথ ছাড়ো।

তেল মারিলে কার্য সাড়ে,
একের বাড়ন দুই-এ বাড়ে!
অযোগ্য যে কাজ সেড়ে যায়-
তেল মারিলে তার-ও।
তেল মারো ভাই, তেল মারো
নয়তো বরং পথ ছাড়ো।

তেলে আছে স্নেহ ভাই,
যার তুলনা আর কিছু নাই।
তেল মাখিলে চকচকা হয়-
স্যূটেড-বুটেড স্যার-ও।
তেল মারো ভাই, তেল মারো
নয়তো বরং পথ ছাড়ো।

স্বার্থ হাসিল করতে হলে,
খুব কুশলে, ছলেবলে।
করতে হলে বসকে খুশি-
একটুর বেশি আরও।
তেল মারো ভাই, তেল মারো
যে যার মত যত্ত পারো…!

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ

আজকের দিন-তারিখ

  • শনিবার (বিকাল ৩:৫৭)
  • ২৭ জুলাই, ২০২৪
  • ২০ মহর্‌রম, ১৪৪৬
  • ১২ শ্রাবণ, ১৪৩১ (বর্ষাকাল)
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT