স্বাধীনতা কোনো বাক যুদ্ধের ফসল নয়
এক বুক রক্তে অর্জিত
এক খন্ড ভূমি আর একটি পতাকা
মিশে আছে আত্মত্যাগে
একদল প্রতিবাদী যুবকের কন্ঠস্বর
ঘরে না ফেরার প্রত্যয়
তাদের চোখে বোনা একরাশ আগুন
ধ্বংস হবে পরাধীনতা
বার বার হায়নার দলের কালো থাবা
এসে পড়ছে মানচিত্রে
তত বার গর্জে উঠেছে রণাঙ্গনের যুদ্ধে
এই তারুণ্যের হাতিয়ার
ওদের মাঝে নেই কোনো ভয় আছে
স্বপ্ন কেবল জয়ের
সেই স্বপ্ন ওরা বুকে লালন করে
ছিনিয়ে আনে বিজয়
মেতে উঠে ওরা বিজয়ের উল্লাসে
ছড়িয়ে পড়ে উচ্ছাস
পরাধীনতার শৃঙ্খল ভেঙে আকাশে
নতুন সূর্যের উদয়।।