টাকার কত শক্তি
থাকলে কাছে সবাই তারে
করে দিনরাত ভক্তি
টাকার কাছে হায়
পৃথিবীটা অসহায়,
টাকা থাকলে সবাই তোরে
নমস্কার করে পায়।
হায়রে টাকা হায়।
থাকলে কাছে টাকা
টাকায় বলে কথা,
ধরার বুকে সবকিছুই তো
মেলে যথাতথা।
হায়রে আজব প্রথা।
টাকায় ভরে সিন্দুক
পিছু ঘুরে নিন্দুক,
টাকায় লাগায় দন্দ্ব
টাকা থাকলে দিলের ভেতর
বাজে হাজার ছন্দ।