ছোট্ট ভাঙা কুড়ে ঘর
অন্ধ এক মেয়ে
সারা দারিদ্রের ছায়া
সংসার ছেয়ে ।
কি যে জ্বালা সারাজীবন
সইবো কতো ?
এই ভাবে কুড়ি বৎসর
হইলো গত !
চোখে সে অন্ধ হলেও
মনে কিন্তু নয়
যৌবন এসেছে দেহে
লোক চক্ষুর ভয় !
কি যে হবে এই মেয়ের ?
কি বা আছে ভালে ?
দু:চিন্তা, দূরভাবনা
প্রতি পলে পলে ।
ভগবান কে ডাকি আমি
কাকুতি মিনতি
একটু পাই যেন
মানুষের সহানুভূতি ।
সুখ যদি নাও আসে
দিয়ো সহনশক্তি
তোমার পদতলে যেন
থাকে হৃদয়ের ভক্তি ।