• আজ- মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন

জোনাক জ্বলা দিঘির পাড়ে

সাজ্জাদ ফাহাদ / ২৪২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

add 1
  • সাজ্জাদ ফাহাদ

জোনাক জ্বলা দিঘির পাড়ে বসে আছি একা,
আসবে বলে এলে নাতো আর ;
কখন পাবো দেখা!
দিঘির জলে দেখছি তোমায় চাঁদের আলোয় হাসছো ;
হয়তো তুমি ভিন্ন ছোঁয়ায়
অন্য কাউকে ভালোবাসছো৷
জোনাক জ্বলা দিঘির পাড়ে বসে আছি সুখে,
রাত পেরিয়ে যাচ্ছে আমার প্রহর গুণে গুণে ।
তুমি আসবে জানি আমি, হয়তো প্রভাত বেলা ;
আইন্ধার ঘরে ইতি করে তোমার যৌবন খেলা।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ