হাতছানি দেয় ভোরের পাখি ফুলে ছড়ায় গন্ধ যে
মনটা জুড়ে ভাবের উদয় আসলো ধেঁয়ে ছন্দ যে।
পলাশ বনে দোয়েল ডাকে দিন প্রতিদিন দিনান্তে
ইচ্ছে করে যাই ছুটে যাই হিজল তলির সীমান্তে।
প্রজাপতি মেলছে পাখা ভ্রমর কেবল গুঞ্জরায়
গাঁয়ের নিটোল ছবি দেখে হৃদয় এবং প্রাণ জুড়ায়।
কি আর করি খুলে খাতা কলম নিয়ে এই হাতে
লিখতে থাকি কাব্য খানি জোছনা ধোয়া এই রাতে।