ইচ্ছা শক্তির কাছে নতজানু হয়ে আজ,
জীবনের গতিবেগ কে করেছি পরিবর্তন ;
উদারতার কাছে আত্মবিসর্জন দিয়ে,
ন্যায়পরায়ণ সত্য নিষ্ঠার সাথে পদাপর্ণ।
ব্যর্থতার কাছে বহুবার হেরে গিয়েও,
ব্যবহার করেছি নানান রকম কৌশল ;
বিজয়ী হবো নিশ্চিত জেনেও উপলব্ধি করেছি,
অকৃতকার্য কারীর নিজস্ব অনুভূতি।
সুন্দরকে উপেক্ষা করে ছুটে চলেছি অবিরাম,
বাইরের জগতে গিয়ে অতৃপ্ত তেষ্টা মেটাবার ;
আলোর সংস্পর্শ পেয়েও হারিয়ে ফেলেছি,
শীতের কুয়াশা আচ্ছন্ন প্রভাত বেলায়।