মক্কার জাবালে নূর হেরা গুহায়
খোদার কুদরতি নূরের আলো,
প্রথম আয়াত যে হলো নাযিল
হে মুসলমান দেখবে যদি চলো।
ঐ হাজার হাজার বছর আগে
পাথরের গায়ে খোদাই করে লেখা,
আজও সেই কোরআনের আয়াত
হেরা গুহায় স্বচক্ষে যায় দেখা।
হে জাবালে নূর তুমি কতো ভাগ্যবান
তোমার গায়ে লিখা কোরআনের বাণী
বিশ্ব নবীর স্পর্শে ধন্য হয়েছ তুমি
তাইতো তোমাকে জাবালে নূর মানি।
তেইশ বছর ওহী পাঠিয়েছেন প্রভু
নাযিল করেছেন ত্রিশ পারা কোরআন,
সকল মানব জাতির আলোর দিশারি
জীবন বিধানের করেছে প্রভু বয়ান।