সকালবেলা মায়ে ডাকে
শোনো ছোট্ট খুকি,
পুব দিগন্তে রক্তিম আলোর
রবি দিচ্ছে উঁকি।
শয্যা ছেড়ে ওঠো এবার
ঘুমিও না আর,
সময় এখন নাস্তা খেয়ে
বিদ্যালয়ে যাবার।
ছোট্ট খুকি বলে মাকে
আর একটু ঘুমাই,
আজকে না হয় পড়ার জন্য
বিদ্যালয়ে না যাই।
এখন আমার ইচ্ছে করছে
ফুলের বাগে যেতে,
শিউলি বেলি জুঁই চামেলি
ফুলের সুবাস পেতে।
মায়ে বলে ছোট্ট খুকি
অজুহাত ভালো নয়,
রোজ সকালে বিদ্যালয়ে
পড়তে যেতে হয়।