ছাত্রজীবন মহাসুখের
এমন আর নাই,
এই জীবন শেষ হলেও
ফিরে পেতে চাই।
বিদ্যালয়ে মধুর সময়
পাইনা খুঁজে আর,
কৈশোরের বন্ধুদের যে
চাই বারংবার।
ছাত্রজীবন মধুর জীবন
বুঝি অনেক পরে,
পড়াশোনার শেষে যখন
থাকি বদ্ধ ঘরে।
প্রিয় স্যারের কথাগুলো যে
কানে আজও বাজে,
সবচেয়ে বেশী মনে পড়ে
ব্যস্ততার মাঝে।