চৈত্রের গরমে দেশ জুড়ে
মাঠঘাট খাঁখাঁ করে,
তীব্র গরমে পথিকের
গাল বেয়ে ঘাম ঝড়ে।
ঘর হতে কেউ যায়না বাহির
বাইরে আগুন জ্বালা,
তাপদাহে যায় শুকে যায় সব
ছোট নদী-নালা।
পাখি সব তীব্র গরমে
জলে ডানা ঝাপটায়,
পুকুর জলে কুকুর মহিষ
বসে থাকে ঘাপটায়।
মানুষ করে খোদায় দোয়া
বাঁচাও তোমার সৃষ্টি,
এই পৃথিবী করো সজিব
দিয়ে রহম বৃষ্টি।