আজ আমার শহর টা বড়োই চুপ,
জানি না কখন উঠবে এই শহরে চাঁদ
চুপিচুপি দেখিবো আমি তাহার রূপ।
আমি হবো ঐ আকাশের তারা,
সব সময় তার পাশে থাকবো
খুব যত্ন করে দিবো আমি পাহারা।
আজ ঐ আকাশ টা পুরোই ফাঁকা,
চার দিক আঁধারে কালো করছে খাঁখাঁ,
কখন পাবে আলোর দেখা,
ডুবে যাচ্ছি আঁধারে মাঝে ধীরে ধীরে,
চার দিক গণ কালো বসে আছি আঁধারে ভিঁড়ে,
তাই আঁধার নামক নৌকা বাসে অপেক্ষায় আছি
কখন পৌঁছবো আলো নামক সে তীরে।