প্রিয়তম প্রেম তপস্বী
তুমি কি অনুভব করো
আমার গরম নি:শ্বাস
আর মৃদু আলতো ঘ্রাণ।
আমি তো তোমায়
ভিষণ করে মনে রেখেছি।
তোমার চুলের ঘ্রাণো গন্ধ
পৌঁছে দিতো আমায় প্রেমের গন্তব্যে।
সেই স্মৃতিগুলো
ধোঁয়াটে হয়ে আমাকে
জড়িয়ে নেয় শত শোক স্মৃতিতে।
যতদূর জানি,
তুমি ও নাকি নজর কেড়েছো
শত পুরুষের।
অবশ্যই কাড়ার ও কথা।
তুমি যে লাবণ্য রূপালী।
কালো চোখে’র ধ্রুব’তী।
কিন্তু, এখন নাকি
তুমি বেশ অনাগ্রহী
ভালোবাসা বিনিময়ে।
অহ্! এমন কেন তুমি?
‘শেষ এই বলে শেষ করবো।’
এই নীলাকাশে তুমি ছিলে,
নীলাদ্রি নীলাভ।
এই পৃথীবীর বুকে
সাদা শাড়িতে তুমি
শ্বাশত সুন্দরী।
নীলেতে নীলান্তি লীলাবতী।
লালে লাবণ্য ধুসর।
তুমি যে ঘ্রাণে রঙ্গে লালসি
নব নারী।
শত নরে’র মৌন তাপস্বী কণ্যা তুমি!
তুমি যে সুষম দেহে শ্বাশত পরী।
ভালোবাসা নিও
হে! শাশ্বত সুন্দরী।