• আজ- মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

ঘরের কাজে ন্যস্ত

আব্দুস সাত্তার সুমন / ১৯৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪

add 1
  • আব্দুস সাত্তার সুমন

বাড়ির ভিতর থাকতে তিনি
ঘরের কর্মে ব্যস্ত,
প্রিয় নবী রাসূল আমার
সহায়তায় ন্যস্ত।

অর্ধাঙ্গিনীর সাথী তিনি
হাদিস থেকে বুঝি
মা-বোনেদের যতটুকু
লাগব দুঃখ খুঁজি।

পরিজনের সহায়তায়
ইচ্ছে পোষণ করি
হাতে হাতে কঠিন কাজটি
সহজ করে ধরি।

কাজে কর্মে করতে হবে
প্রভুর স্মরণ জওয়াব,
ইবাদতের সময় হলে
আরো অনেক সওয়াব।

সদকা হবে, এখান থেকে
করতে ভালোবাসি
স্বার্থ ছাড়া করতে হবে
অনেক অনেক বেশি।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ