নদীর ধারে যে হেঁটে চলে
দীঘল কালো চুল
খোঁপায় কন্যা বেনী বাঁধে
সাথে বেলী ফুল।
নানারকম সাজে কন্যায়
দেখতে বেশ মানায়,
কন্যার মুখে হাসি ফুটে
ভরে ঠোঁটের কাণায়।
ফুল পাখির গান কবিতা
খুবই যেন ভালবাসে,
নানান রকম বাঁশির সুরে
মন ভরিয়ে যে হাসে।
নদীর ধারে কাশফুলেরা
ফুটে সাদা সাদা,
খোঁপায় ‘বাঁধে গন্ধে ভরা
হলুদ ফুল গাদা।
মেঠো পথে’ই হেঁটে গেলে
ভালো লাগে বেশ,
ছুটে চলে সবুজ গাঁয়ের
পথ হয় না যে শেষ।