• আজ- মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন

গম্ভীর শীতকাল 

মাহিন মুর্তাজা / ২৪৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪

add 1
  • কবি মাহিন মুর্তাজা

শিশির কণার পরশ পেয়ে শীতল হলো কায়া
কাঁথার সাথে সুসংগঠিত হয়েছে ৬ মাসের মায়া।
থরথর করে কাঁপছে দেহ, কাঁথায় মিলছে আশ্রয়
গুণিতক কিছু মানুষ বাদে, সবাই করছে পানি সাশ্রয়।

রৌদ্রকে যে ছুটি দিল, গম্ভীর শীতকাল
কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় বুঝাই যায় না সকাল।
কয়েক তরফা বস্র পড়েও, কাঁপছে যে পাড়ার বুড়ো
সন্ধ্যে নামার আগেই দেখি কাঁথার সাথে প্রেম যে হলো শুরু।

রোদের আশায় বসে বসে, যাচ্ছে সারা প্রহর
সন্ধ্যে নামার আগেই বইছে, কার্য ছাড়ার বহর।
শীতে কাঁপছে থরথর করে, কিশোর থেকে প্রবীণ
বোঝাই করা বস্র পড়ে, আড্ডা দিচ্ছে রাস্তার মোড়ে ধ্বংস হওয়া নবীন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ