আমাদের খোকা বাবু খেলে ভালো বল
দশ গাঁয়ে নাম তার সেরা তার দল।
আমাদের খোকা বাবু জিম করে রোজ
পঁচিশটি ডিম দিয়ে করে ভূরি ভোজ।
আমাদের খোকা বাবু রোজ খায় পান
ঘরে বসে একা একা ভালো গায় গান।
আমাদের খোকা বাবু ধীন তা না নাচে
গরম এলে কাবু হয় শীত এলে বাঁচে।
আমাদের খোকা বাবু করে অভিনয়
চুপ করে দেখো সবে বলে সবিনয়।
আমাদের খোকা বাবু রেগে যায় যদি
নদীর কিনারে বসে কাঁদে নিরবধি।