বাড়ির ধারে ঝুপড়ি ঝাড়ে
খেঁক শিয়ালের ঝাঁক,
দৌড়ে পালায় গোহাড় নিচে
শুনে কুকুরের ডাক।
সন্ধ্যা হলেই বেড়িয়ে পড়ে
খেঁক শিয়ালের দল,
কোথায় আছে হাঁস মুরগী
শিকার করি চল।
আঁধার রাতের রাজা শিয়াল
বুদ্ধি তাদের বেশ,
আথালের মুরগী চুরি করে
খেয়ে করে শেষ।
খেঁক শিয়ালের ডাক শুনে
হাঁস মুরগীর ভয়,
মুরগির ছানা হাঁসের ছানা
পাখার নিচে রয়।