কেন তুমি কাঁদাও আমায়
চোখের অশ্রু ঝরে।
কেন তুমি হাসাও আমায়
মনের সুখের দ্বারে।
কেন তুমি আসো পাশে’ই
ঝড়ের মতো ধেয়ে।
কেন তুমি চলে যেন যাও
নয়নের জল হয়ে।
কেন তুমি রোজ কষ্ট দাও
কেন যে দাও আশা।
বাবুই পাখি যেমন গাছের
ডালে বাঁধে বাসা।
অনেক কষ্ট দিয়েছো তুমি
ভুলিনি যেন আমি।
তোমার কথা হৃদয় মাঝে
ভুলে গেছো তুমি।
ভালো থেকো প্রিয় তুমি
পড়বে না আর মনে।
তোমার কথা হৃদয় থেকে
ভুলবো গুণে গুণে।